টঙ্গীতে ড্রেনের খনন;হেলে পড়েছে দুইতলা ভবন
বি এ রায়হান,গাজীপুর:
গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের ড্রেন খননের কাজ চলাকালীন অবস্থায় একটি দুইতলা তলা ভবন হেলে পড়েছে।
গতকাল মধ্যরাতে এরশাদনগর ৮ নং ব্লকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ প্রশাসন ও টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা জানান, দিনের বেলা সিটি কর্পোরেশনের ড্রেনের খনন কাজ চলার পর হঠাৎ করে মধ্যরাতে এরশাদনগর ৮ নং ব্লকে বদরুল, মারুফ সহ একাদিক ব্যক্তির যৌথ মালিকানার ভবনটি হেলে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, টঙ্গীর এরশাদ নগর এলাকায় একটি দুই তলা ভবনের পাশ দিয়ে ড্রেন নির্মাণ করা হচ্ছে। ড্রেনের মাটি খনন করার সময় ওই ভবনের নিচ থেকে মাটি সরে যায়। এতে ভবনটি একপাশে হেলে পড়ে। এছাড়া পরিকল্পিতভাবে ভবনটি নির্মাণ করা হয়নি। এর ফলে ভবনটি হেলে পড়েছে।খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই ভবনটি ধসে পড়তে পারে তাই ভবন মালিককে ভবনটি ভেঙে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় কাউন্সিলর মোঃ ফারুক আাহমেদ জানান,
ভবন হেলে পড়ার ঘটনায় রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সাথে কথা বলি পরে সকলে ফায়ার সার্ভিস পক্ষ থেকে ভবনটি ভেঙ্গে ফেলার কথা বললে আমরা সিটি কর্পোরেশনের উর্ধতন কতৃপক্ষকে বিষয়টি অবহিত করি। আজ সরকারি ছুটির দিন বিধায় আগামী কার্যদিবসে সিটি কর্পোরেশনের প্রকৌশলীদের সাথে আলোচনা সাপেক্ষে যথাযথ ব্যাবস্থা গ্রহন করা হবে।